আলোচিত সংবাদ

দেশে ভয়াবহ রুপ নিচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় মৃত্যু ৬

বিশ্বের সাথে তাল মিলেয়ে দেশেও বেড়ে চলেছে করোনায় আক্রান্তের হার, ভয়াবহ পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৪ হাজার ৩৭৮ জনের। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন। শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ১৪ দশমিক ৬৬ শতাংশে। শুক্রবার (১৪ জানুয়ারি) দৈনিক বিফ্রিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বজুড়ে করোনা মহামারিতে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩১ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ২১০ জনে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৮ লাখ ৫৬ হাজার ৮১১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৫ লাখ ৩৮ হাজার ৭৬৬ জনের।

উল্লেখ্য, চীনের উহান থেকে ২০১৯ সালের নভেম্বর মাসে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। ভাইরাসটি বিশ্বব্যাপী তাণ্ডব চালিয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Related Articles

Back to top button