মেসি ভক্তদের জন্য দুঃসংবাদ

সম্প্রতি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হন লিওনেল মেসি। দিন কয়েক পরেই প্রাণঘাতী ভাইরাস থেকে সেরে উঠলেও এখনই মাঠে ফেরা হচ্ছে না এই ক্ষুদে জাদুকরের। পরিপূর্ণভাবে সুস্থ্য হতে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে আরও সময় দিতে চায় পিএসজি।
এদিকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ২টায় ব্ৰেস্তের বিপক্ষে খেলবে পিএসজি। ম্যাচটিতে মেসির না খেলার কথা শুক্রবার নিশ্চিত করেছে প্যারিসের ক্লাবটি।
সেই বিবৃতিতে পিএসজি জানায়, ক্লাবের চিকিৎসক দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন মেসি। আগামী সপ্তাহে দলে ফিরতে পারেন সাতবারের বর্ষসেরা এই ফুটবলার।
এর আগে গত ২ জানুয়ারি করোনাভাইরাস পজিটিভ হন মেসি। চার দিন পরই তার নেগেটিভ ফল আসে। কিন্তু প্রাণঘাতী এই ভাইরাসের ধকল কাটিয়ে উঠতে তাকে বিশ্রাম দেয় পিএসজি। গত রোববার লিওঁর বিপক্ষে সবশেষ ম্যাচেও তাকে খেলায়নি তারা।
এদিকে ২০ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। সমান ম্যাচে দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৩৬।