খেলাধুলা
এবারের বিপিএলে নিজের ভাবনা জানালেন সাকিব

দীর্ঘ ৩ বছর পর আবারো শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। এবারের আসরে অংশ নিবে বরিশালের ফ্র্যাঞ্চাইজি।
টুর্নামেন্টের অষ্টম আসরে এসে ফরচুন গ্রুপের হাত ধরে বিপিএলে ফিরছে তারা। তারকা ক্রিকেটার নিয়ে গঠিত এবারের দলটি নিয়ে বেশ আশাবাদী এবারের ফ্যাঞ্চাইজিটি।
আগের আসরগুলোতে শিরোপা হাতছাড়া হলেও এবার দলটিকে শিরোপা জিতিয়ে বরিশালে যাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
শিরোপা লাভের আশায় এবার সাকিবকে সরাসরি চুক্তিবদ্ধ করে নতুন ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠান ফরচুন গ্রুপ। দলে যোগ দিতে এসে সাকিব জানালেন তার ভাবনা। বরিশালকে শিরোপা জিতিয়ে বরিশাল যেতে চান বলেও আশা প্রকাশ করেন তিনি।