শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা এখনই ভাবছেন না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে যদি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে তেমন বড় কোনো প্রয়োজন দেখাই দেয় তখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন তিনি। রোববার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের প্র্রশ্নের জবাবে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা এখনও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না। কারণ আমাদের টিকাদান কর্মসূচী খুব জোরদার ভাবেই চলছে। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হলে টিকাদান কর্মসূচীতেও একটা ভাটা পড়ার আশঙ্কা রয়েছে। তিনি আরও জানান, আমরা পর্যালেচনা করছি, গভীরভাবে পর্যবেক্ষন করছি। এখন পর্যন্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে তেমন সংক্রমনের খবর পাইনি।

দীপু মনি বলেন, আমরা নিয়মিত আমাদের জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে কথা বলছি। যতদুর সম্ভব জীবন স্বাভাবিক রেখে, স্বাস্থ্যবিধি মেনে আমাদেরকে এই করোনা মোকাবেলা করতে হবে। তাই আমরা এই মুহুর্তে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কথা ভাবছি না।

Related Articles

Back to top button