দুটি কিডনিই অকেজো, ব্রেইন স্ট্রোকে মারা গেলেন ছাত্রলীগ নেতা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি, স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা উই ফর ইউর প্রতিষ্ঠাতা এবং বর্তমান সভাপতি মেধাবী ছাত্রনেতা নূর এ মাওলা রাজু (২৪) মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
জানা যায়, রাজুর দুটি কিডনি অকেজো হয়ে পড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।গত শনিবার বিকাল সাড়ে ৪টায় ডায়ালাইসিস করার সময় তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এর পর গতকাল রবিবার বেলা ১১টায় মধ্য চরকাঁকড়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাসহ অগণিত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।এ সময় স্বেচ্ছাসেবী, মানবিক গুণাবলী সম্পন্ন নূর এ মাওলা রাজুর জন্য অশ্রু বিসর্জন দিতে দেখা যায় অনেককে।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।এদিকে রাজুর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের,
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ অনেকেই শোক প্রকাশ করেছেন।