মেসি যোগ দেওয়ায় আরো যেভাবে লাভবান পিএসজি

দীর্ঘ দিনের ক্লাব বার্সেলোনা ছাড়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েছিলেন লিওনেল মেসি। নিজের মতো করে অনেক আপন করে নিয়েছিলেন ক্লাবটিকে। তবে নতুন ক্লাব পিএসজিতে আসায় মেসির চেয়েও যেন আরো বেশি লাভবান হয়েছে ক্লাবটি।
পরিসংখ্যান বলছে, সেপ্টেম্বরে মেসি প্যারিসে পা রাখার পর পিএসজি আটটি নতুন স্পন্সর পায়। অন্যরা তাদের চুক্তি নবায়ন করে। ক্লাবের স্পন্সরশিপ পরিচালক মার্ক আর্মস্ট্রং এ তথ্য দেন। পিএসজি মেসির ওপর একটি বড় বিনিয়োগ করেছে। সেই সঙ্গে তাঁকে ফ্রান্সে রাখতে তাদের মোট ৯১ মিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে।
বিলাসবহুল পোশাক ব্র্যান্ড ডিআইওআর, ক্রিপ্টো ডটকম এবং আরো ছয়টি এর মধ্যেই পিএসজির সঙ্গে সাইনআপ করায় তাঁর উপস্থিতির রেভিনিউ তাঁর খরচকে ছাড়িয়ে গেছে। নাইকি এবং কোকাকোলা- উভয়ই তাদের চুক্তির মেয়াদ বাড়িয়েছে। নাইকি ২০৩২ সাল পর্যন্ত প্লেয়ার কিট সরবরাহ করার জন্য প্রতিবছর ৮৬ মিলিয়ন ডলারে চুক্তি নবায়ন করেছে। ওদিকে মার্কিন কোমল পানীয় জায়ান্ট ২০২৪ সাল পর্যন্ত আরো তিন বছর পিএসজির স্পন্সর হিসেবে থাকবে।
মেসিকে পাওয়ার পর পিএসজির সোশ্যাল মিডিয়ায় বিশাল প্রভাব পড়েছে। কারণ তার দলে যোগ দেওয়ার পর ক্লাবটি প্রায় দেড় কোটি নতুন ফলোয়ার পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ার পাশাপাশি ২০২১ সালে শার্ট বিক্রি এক মিলিয়ন ছাড়িয়েছে। ক্লাবটির মতে, ২০২১ সালে শার্ট বিক্রি একটি নতুন রেকর্ড।