মাঠের মধ্যে ছুটে আসল বিষধর কোবরা, রেগে গিয়ে মারল ছোবল, তুমুল ভাইরাল ভিডিও

সামাজিক মিডিয়া শব্দটি একটি কম্পিউটার ভিত্তিক প্রযুক্তিতে বোঝায় যা ভার্চুয়াল নেটওয়ার্ক এবং সম্প্রদায়ের মাধ্যমে ধারণা, চিন্তা ভাবনা এবং তথ্য ভাগ করে নেওয়ার সুবিধা দেয়। সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ভিত্তিক এবং ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ,নথি, ভিডিও এবং ফটোর মতো সামগ্রী দ্রুত ইলেকট্রনিক যোগাযোগ দেয়।
সেই ব্যবহারকারীরা একটি কম্পিউটার ট্যাবলেট,বা একটি স্মার্টফোনের মাধ্যমে কোন ওয়েব ভিত্তিক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সামাজিক মিডিয়ার সঙ্গে তারা জড়িত হন। সোশ্যাল মিডিয়া আমেরিকা এবং ইউরোপে সর্বব্যাপী, ইন্দোনেশিয়ার মতো এশিয়ান দেশগুলি স্যোশাল মিডিয়া ব্যবহারের তালিকায় শীর্ষে রয়েছে।
অক্টোবর ২০২১ পর্যন্ত ৪.৫ বিলিয়নেরও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন সব রকমের তথ্য পেয়ে থাকি। এই ভিডিওটি হচ্ছে একটি সাপের ভিডিও। প্রথমে ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি লোক সেই সাপটিকে খুঁজতে যাচ্ছে। আর সেই সাপটি একটি বাথরুমের মধ্যে ঢুকে রয়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে সেই বাথরুমে এর পেছনে একটি চেম্বার মতো রয়েছে আর সেই লোকটি সাপটিকে বাথরুমের মধ্যে দিয়ে ধাক্কা দিয়ে সেই সাপটিকে চেম্বারটি মধ্যে ফেলা হয়। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি সবথেকে সেই চেম্বারটি থেকে বাইরে বের করে নিয়ে আসে সেই লোকটি।
তারপরে যখন সাপটিকে লোকটি বাইরে নিয়ে এসে রাখে তখন সাপটি তার পায়ে ছোবল মারতে যায় কিন্ত সে লোকটি যেহেতু জুতো পড়ে ছিল তার ফলে সাপটি তাকে কিছু করতে পারেনা। ভিডিওতে দেখানো সাপটির নাম হচ্ছে ‘কোবরা’ আবার এই সাপটিকে ‘নাগ’ ও বলা হয়। এই সাপটির বিষ অতিরিক্ত মাত্রায় বিষাক্ত হয়।
কোন মানুষকে যদি এই সাপটি কেটে দেয় তাহলে সেই লোকটির মৃ”-ত্যু পর্যন্ত হতে পারে। এই সাপটির মধ্যে ‘নি”উরো ট”ক্সিন বি”ষ’ থাকে। আমাদের পৃথিবীতে সোনালী রঙ থেকে শুরু করে অনেক রঙের কোবরা সাপ দেখা যায়। কোথাও যদি কোন মাটির ঘর থাকে সেখানে এই সবগুলি বেশি ঢুকে থাকে।
কারণ এই সবগুলি কোন মাটির ঘরে কোন ইদুর মরে থাকতে দেখলেই সেখানে খেতে চলে আসে। শেষ আমরা ভিডিওটিতে দেখতে পেলাম সাপটিকে লোকটি একটি বস্তার মধ্যে ভরে নিল। আমাদের দেশে এখনো এরকম অনেক মানুষ আছে যাদেরকে কোন সাপ যদি কেটে দেয় তাহলে তারা মন্ত্র তন্ত্র করে তাকে ঠিক করার চেষ্টা করে কিন্তু সেটি না করে তাদের উচিত সোজা সেই ব্যক্তি কে হসপিটালে ভর্তি করে দেওয়া।