ঢাবিতে আবার অনলাইন ক্লাস?

সারাদেশে নতুন করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার ছোঁয়া লেগেছে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি)। গত এক সপ্তাহে ঢাবির করোনা পরীক্ষার ল্যাবে কমপক্ষে ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এমতাবস্থায় ঢাবি কর্তৃপক্ষ আবারও বিভাগগুলোর অনলাইন ক্লাস নেয়ার পক্ষে মত দিয়েছে।
গেলো সপ্তাহে ঢাবির করোনা পরীক্ষার ল্যাবে শুধু শনাক্তের হারই বৃদ্ধি পায়নি। ঢাবির আবাসিক হলে থাকা শিক্ষার্থীদের ভেতর অনেকেই জ্বর, ঠান্ডা আর কাশিতে আক্রান্ত বলেও খবর পাওয়া গেছে।
দেশজুড়ে হঠাৎ করোনা শনাক্তের হার বৃদ্ধি পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রম নিয়ে কর্তৃপক্ষের ভাষ্য, এখন থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। বিশ্ববিদ্যালয় এলাকায় সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আগেই শিক্ষার্থীদের আবাসিক হল খোলা রেখেই অনলাইনে ক্লাস শুরু করেছে।
ঢাবির করোনা পরীক্ষা ল্যাব পরিচালনার দায়িত্বপ্রাপ্ত অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, গেলো সপ্তাহে ল্যাবে ৩৬ জন শিক্ষার্থীর ভেতর ২২ জন এবং অন্যদিকে ১৫-২০ জন শিক্ষকেরও করোনা শনাক্ত হয়েছে।