আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস

শৈত্যপ্রবাহের পূর্বাভাসে বলা হয়েছে, নওগাঁ, পঞ্চগড় ও দিনাজপুর জেলার ওপর দিয়ে যে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা কমতে শুরু করেছে। দু-এক দিনের মধ্যে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। শুরু হতে পারে বৃষ্টি।
আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে। আবহাওয়াবিদ আবদুল হামিদ গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমকে বলেন, পাঁচ জেলা থেকে কমে তিন জেলায় শৈত্যপ্রবাহ বইছে এবং তা আরো কমতে থাকবে। কাল বৃহস্পতিবারের পর থেকে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসের শেষ দিকে আবার শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।