খেলাধুলা

শেষ মূহুর্তে বিপিএলে দল পেলেন বিশ্বকাপ জয়ী তানজিদ তামিম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ তামিম জাতীয় ক্রিকেট লিগেও নিজেকে প্রমাণ করেছেন। বিপিএল শুরু দুই দিন আগে দল পেলেন যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম থাকলেও ড্রাফট থেকে দল পাওয়া হয়নি তানজিদ হাসান তামিমের।

তবে তরুণ এই ব্যাটসম্যানকে শেষ পর্যন্ত দলে নিয়েছে খুলনা টাইগার্স। তবে তাকে কারোর পরিবর্তে নেয়া হয়নি বলে জানিয়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্ট শুরুর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন সৌম্য সরকার। তার প্রথম ফলাফল নেগেটিভ আশায় চিন্তায় পড়েছে খুলনা।

বিপিএলের প্রথম দিনেই দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার মুখোমুখি হবে খুলনা টাইগার্স। এই ম্যাচের আগে দলে ফিরতে পারছেন না সৌম্য সরকার। তবে সৌম্য সরকারের পরিবর্তে তানজিদ তামিমকে দলে নেওয়া হয়নি বলে জানিয়েছেন শাহরিয়ার নাফিস।

খুলনা টাইগার্স : মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, নাভিন উল হক, ভানুকা রাজাপাকশে, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, কামরুল ইসলাম রাব্বি, ইয়াসির আলী রাব্বি, সেকুগে প্রসন্ন, সিকান্দার রাজা, ফরহাদ রেজা, রনি তালুকদার, সৈয়দ খালেদ আহমেদ, জাকের আলী অনিক, নাবিল সামাদ, তানজিদ হাসান তামিম।

Related Articles

Back to top button