বিপিএলে নিজেকে প্রমাণ করে আবারো জাতীয় দলে ফিরতে চান সাব্বির

চলতি মাসের আগামী ২১ জানুয়ারী থেকে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসর। তার আগে এই আসরের জন্য নিজেকে প্রস্তুত করছেন সাব্বির। বিশেষ করে ফিটনেস নিয়ে বেশ কাজ করেছেন এই ডানহাতি ব্যাটার।
আজ এ বিষয়ে সাব্বির বলেন, ‘হ্যাঁ, বিপিএলের জন্য অনেক পরিশ্রম করছি। আশা করছি, বিপিএলে যেন ভাল করতে পারি এবং জাতীয় দলে ফিরে আসতে পারি। আমার জন্য সবাই দোয়া করবেন।’
এ সময় তিনি আরও বলেন, ‘এটা অনেক বড় একটা মঞ্চ। শুধু আমার জন্য না, যারা জাতীয় দলের বাইরে আছে সবার জন্য। আশা করি, এখানে ভালো পারফর্ম করে সবাই জাতীয় দলে জায়গা কয়রে নিবে। আমার আত্মবিশ্বাস খুবই ভালো। ভালো অনুশীলন করেছি, এখন যদি বিপিএলে ভালো কিছু করেত পারি। দেখা যাক কি হয়।’
এদিকে সাব্বির জাতীয় দলের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে। বাংলাদেশের হয়ে ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির। ৪৩ ইনিংসে ব্যাটিং করে তাঁর সংগ্রহ ৯৪৬ রান।