রাজধানীতে বাসের ধাক্কায় পু’লিশের এএসআই নি’হত

এবার রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় পু’লিশ সদস্য সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ (৪৭) নি’হত হয়েছেন। গতকাল বুধবার ৩ আগস্ট রাতে বনানী থা’নার ভা’রপ্রাপ্ত কর্মক’র্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে নি’হত আবদুল আজিজ গুলশান ট্রাফিক বিভাগের মহাখালী জোনের কর্ম’রত ছিলেন। ঘটনার সময় তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে ওসি নূরে আজম মিয়া বলেন, মহাখালী ফ্লাইওভা’রের ঢালে বিকাশ পরিবহন নামে যাত্রীবাহী একটি বাস ডিউটিরত অবস্থায় থাকা এএসআই আবদুল আজিজকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আ’হত হন।
এরপর তাকে উ’দ্ধার করে রাজারবাগ পু’লিশ হাসপাতা’লে নেওয়া হলে সেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃ’ত্যু হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষ করে ম’রদেহ ময়নাত’দন্তের জন্য রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতা’লের ম’র্গে পাঠানো হয়। ঘা’তক বাস ও চালককে আ’ট’ক করা হয়েছে।