স্বামীকে রাস্তায় ফেলে চলন্ত বাসে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

গাজীপুরে তাকওয়া পরিবহনের একটি চলন্ত বাসে স্বামীকে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৬ আগস্ট) ভোর রাতে ঘটনাটি ঘটেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাকিব মোল্লা (২৩), সুমন খান (২০), মো. সজিব (২৩), মো. সুমন হাসান
(২২) ও মো. শাহিন মিয়া (১৯)।সানোয়ার হোসেন জানান, নওগাঁ থেকে স্বামী-স্ত্রী বাসে করে গাজীপুর যাচ্ছিলেন। গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস মোড়ে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে নওগাঁ থেকে আসা বাসটি তাদের নামিয়ে দেয়। তারা শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় যাওয়ার জন্য ওই মোড় থেকে তাকওয়া পরিবহনে ওঠেন। বাসটি মাওনা ফ্লাইওভারের কাছে এলে বাসের হেলপার, চালক এবং অজ্ঞাত আরও
তিনজন মিলে স্বামীকে মারধর করে। ওই নারী ও তার স্বামীর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারপর বাস থেকে ওই নারীর স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা ওই নারীকে বাসের মধ্যে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা বাসটি ঘুরিয়ে ওই নারীকে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ফেলে রেখে বাস নিয়ে পালিয়ে যায়।ঘটনার পর ওই নারীর স্বামী শনিবার সকালে শ্রীপুর থানায় মামলা করেন।
পরে শ্রীপুর থানা ও গাজীপুর জেলা ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।নির্যাতনের শিকার নারী ও তার স্বামী শ্রীপুরের স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করেন।এ বিষয়ে রোববার বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সানোয়ার হোসেন