বিনোদন
জয়ার গায়ের পোশাক কোথায়?

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের একটি ছবি নিয়ে বেশ আলোচনায় মজেছেন নেটিজেনরা। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাত পৌনে নয়টার দিকে আবক্ষ একটি ছবি নিজের ফেসবুক পেইজে প্রকাশ করেন জয়া। এরপরই হুড়মুড় করে লুফে নেন ভক্তরা।
হালকা সাজে ছবিটা দেখে অনেকেই বলছেন তাকে মেরিলিন মনরোর মতো লাগছে। কেউ কেউ তো বলছেন, আপনার পোশাক কোথায়? কেউ আরেক কাঠি সরেস, বলছেন পৃথিবী থেকে কী জামা-কাপড় উধাও হয়ে গেলো?
তবে এসব গায়ে মাখেননি জয়া। কেননা ছবিতে বেশিরভাগ ভক্তরা তার প্রশংসায় করেছেন। কেননা কোনো আবেদন নেই ছবিটাতে। রয়েছে স্নিগ্ধ কোমল একটা আভা। সদ্য কৈশোর পেরোনো কোনো এক তরুণী যেন জয়া।
গতকালও সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন জয়া আহসান। মোস্তফা সারওয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমার সেন্সরশিপ নিয়ে কঠোর মন্তব্য করেছেন জয়া। তার মন্তব্য বেশ ফলাও করে প্রচার করে গণমাধ্যম।
bvnews24