খুচরা সিগারেট বেচা বন্ধ হচ্ছে, কিনতে হবে পুরো প্যাকেট

যেখানে সিগারেট বি’ক্রি হয়, সেখানে তামাকজাত পণ্যের প্রদর্শনীও নি’ষি’দ্ধ হচ্ছে। এমন বি’ধি রেখে, সংশোধ’ন হচ্ছে তা’মা’ক নিয়’ন্ত্রণ আ’ইন।
তামাকজাত পণ্যের বি’জ্ঞাপন ব’ন্ধ হয়েছে আগেই। ২০১৩ সালে যে বি’ধিমালা করা হয়েছিলো, তাতে বি’ক্রয়ের স্থলে এসব পণ্য পদর্শণ করা যায় তবে, এবার সেই সুযোগও বন্ধ হচ্ছে।
অর্থাৎ, দোকানে দোকানে যে সিগারের প্যা’কেজ সাজিয়ে রাখা হয়, তা আর করা যাবে না। দোকান থেকে চাইলেই একটি দুটি করে সিগারেটের খু’চরা শলাকা কেনা যায়। ব’ন্ধ হচ্ছে সেই সুযোগও। কিনতে হবে পুরো প্যাকেট। এসব বিধা’ন যু’ক্ত করে, সংশোধ’ন হচ্ছে তামা’ক নিয়ন্ত্রণ আইন।
ইতিমধ্যে ওয়েবসাইটে উ’ন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ। আইনটি পা’স হতে পারে চলতি বছরেই। সরকারের লক্ষ্য রয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশ হবে তামা’কমু’ক্ত। নতুন আ’ইনে নি’ষি’দ্ধ হচ্ছে প্যাকেটহীন জ’র্দা-গু’ল বিক্রি। ই-সি’গারেট, হি’টেড টো’বাকো’ পণ্যের আমদানি ও বিক্রিও ব’ন্ধ করা হবে। দেশের চার কোটি প্রাপ্তবয়স্ক লোক তা’মা’ক ব্যবহার করেন।
যা উ’দ্বে’গজনক, বলছেন চিকিৎসকরা। গ্লোবাল অ্যা’ডা’ল্ট টো’ব্যা’কো সার্ভে ২০১৭ অনুসারে, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শ’তাংশের বেশি প্রাপ্তবয়’স্ক মানুষ তামা’কজাত দ্রব্য ব্যবহার করে। যার মধ্যে ৪৬ শতাংশ পুরুষ ও ২৫ দশমিক ২ শতাংশ নারী। সুত্রঃ ডিবিসি নিউজ।