মৃত্যু ঝুঁকি নিয়ে কোবরার দংশন থেকে ছেলেকে বাঁচালেন মা

মাত্র এক সেকেন্ডের মতো সময় পেলে ছেলেকে দংশন করে লাশ বানিয়ে ফেলতে পারতো বিষধর একটি সাপ। কিন্তু মৃত্যু ঝুঁকি নিয়ে সাপের মুখ থেকে ছেলেকে বাঁচালেন তার মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ছেলেকে নিয়ে ঘরের সামনে নামছিলেন এক নারী। শেষ সিঁড়ির গা ঘেঁষে তখন চার ফুটের
একটি সাপ ধীর গতিতে এগোচ্ছিল। শেষ সিঁড়ি থেকে নেমে উঠানে পা দিতেই সাপটির মাথার ওপর পা পড়ে শিশুটির। কিন্তু এ সময় মাথা সরিয়ে নেয় সাপটি।
তখনও ঐ নারী ও তার ছেলের চোখে পড়েনি যে কত বড় বিপদ অপেক্ষা করছিল তাদের জন্য। ছেলেটি উঠানে নেমে ফের সিঁড়ির দিকে ঘুরতেই ছোবল মারার জন্য ফণা তোলে কোবরাটি। সেই মুহূর্তে সাপটি মায়ের নজরে পড়তেই তিনি ছেলেকে টেনে সরিয়ে নেন। ঘটনাটি কর্নাটকের মান্ড্যর। গা শিউরে ওঠা এ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
এদিকে, মায়ের এমন সাহসিকতা টুইটারে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। একজন ব্যবহারকারী বলেন, ছেলেটিকে টেনে আনতে যদি ১ সেকেন্ডও দেরি হতো, তাহলে এ কোবরা তাকে দংশন করতো। মায়ের ভালোবাসাকে আমার স্যালুট।