টাকা না দিলে নবজাতক ছিনিয়ে নেয়ার হুমকি, ধরা পড়ল ৪ হিজড়া

ঢাকায় চাঁ’দাবা’জির অভিযো’গে চার হিজ’ড়াকে আট’ক করা হয়েছে। তারা নবজাতকের জ’ন্ম উপলক্ষ্যে চাঁদা দা’বি করেছিল। চাঁ’দা দিতে অপারগতা প্রকাশ করলে নবজাতক ছি’নিয়ে নেয়ার হু’মকিও দেয় তারা।
রোববার (১৪ আগস্ট) সকালে ঢাকা উত্তরা পশ্চিম থানার ৯ নং সেক্টর থেকে আলো (২৮), শারমীন (২৩), মিম (৩০) এবং রুমাকে (২৫) গ্রে’ফতা’র করা হয়।
গত ৬ আগস্ট ৯ নং সেক্টরে এক ভা’ড়াটি’য়ার একটি কন্যাসন্তান হয়। এর মাস দুয়েক আগে একই ভবনের আরেক ভাড়াটি’য়ার একটি কন্যাসন্তান হয়। ১৪ আগস্ট অভিযু’ক্ত হি’জড়ারা এসে ওই দুই নবজাতকের জন্য ২০ হাজার টাকা করে চাঁদা দা’বি করে। এই চাঁ’দাকে তারা ‘নবজাতক পাওনা’ বলে দা’বি করে।
চাঁ’দা দিতে অপারগতা প্রকাশ করলে তারা নবজাতক নিয়ে যাওয়ার হু’মকি’ও দেয়। এক পর্যায়ে তাদের একজন ৩ হাজার টাকা দেন। কিন্তু বাকিজন টাকা না দিলে তার ঘরের দরজায় লা’থি মে’রে, ঘরের সামনে চিৎকার-চেঁ’চামে’চি করে ভী’তিকর পরিস্থিতির সৃষ্টি করে।
পরে ভু’ক্তভো’গী পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে তাদের গ্রে’ফতার করা হয়। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসীন জানান, তাদের কাছ থেকে চাঁ’দার ৩ হাজার টাকা উ’দ্ধার করা হয়। এছাড়া তাদের বিরু’দ্ধে দ্রুত বিচার আইনে মাম’লা দা’য়ের করা হয়েছে।