যুক্তরাষ্ট্র থেকে ফিরেই শাকিবের ভুল ইংরেজি, ছেড়ে দিলেন না নেটিজেনরা

আজ দেশে ফিরেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। বিমানবন্দর থেকে বের হয়েই গণমাধ্যমের মু’খোমু’খি হন এই অভিনেতা। গণমাধ্যমকর্মীরাও তাকে শু’ভেচ্ছা জানান। শাকিব খানের আগমনের খবরে বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভ’ক্ত অপেক্ষা করছিলেন।
এদিকে গাড়িতে ফেরার পথেও সংবাদকর্মীদের স’ঙ্গে কথা বলছিলেন ঢাকাই চলচ্চিত্রের অপরি’হার্য এ অভিনেতা। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ভুল ইংরেজি যদি বলেন, তাহলে নে’টিজে’নরা তো ছেড়ে কথা বলবেন না।
শাকিব ফিরছিলেন, একজন সংবাদকর্মী মাইক্রোফোন এগিয়ে দিয়ে তাঁর দেশে ফেরার অনুভূতি জানতে চান। এ সময় শাকিব গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলেন, ‘আমি খুব এক্সাইটমেন্ট।’ আর এই ভুল ইংরেজি নে’টিজেনরা মানতে পারছেন না। এই অংশের ভি’ডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছ’ড়িয়ে পড়েছে।
রীতিমতো স’মালোচনা করছেন শাকিবের। তাদের প্রশ্ন, এত দিন ধরে যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ভুল ইংরেজি? এদিকে গতকাল মঙ্গলবার নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড়াল দেন শাকিব খান। আজ দুপুরে দেশের মাটিতে পা রাখেন তিনি । তখন সময় দুপুর ১২টা ৩৮ মিনিট।