আলোচিত সংবাদ

রাজ-পরীর ছেলেকে দেখতে বাসায় হাজির রিয়াজ-নিপুণ (ভিডিও)

বাবা-মা হয়েছেন ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। তাদের ঘর আলো করে এসেছে পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

চিকিৎসকের পরামর্শে টানা পাঁচ দিন হাসপাতালে থেকে বাসায় ফিরেছেন পরীমণি ও তার সন্তান। গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের বাসায় নেওয়া হয়েছে। বুধবার (১৭ আগস্ট) দুটি ছাগল জবাই করে ছেলের আকিকা সম্পন্ন করেছেন এই দম্পতি।

এদিকে রাজ-পরীর ছেলেকে দেখতে সপরিবারে তাদের বাসায় গিয়েছিলেন চিত্রনায়ক রিয়াজ। এ সময় তার সঙ্গে ছিলেন চিত্রনায়িকা নিপুণ ও জেসমিন। তারা রাজ্যকে দোয়া করে এসেছেন। সেই মুহূর্তের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

ভিডিওতে দেখা যায়, রাজ্যকে কোলে নিয়ে ফোনে কথা বলছেন পরীমণি। রাজ এসে রাজ্যকে কোলে তুলে নিয়ে পরীর নানার পাশে গিয়ে বসেন। তাদের সামনে সোফায় বসেছিলেন রিয়াজ, তার স্ত্রী-কন্যা, নিপুণ ও জেসমিন। এরপর রাজ তাদের সবাইকে নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন রাজ-পরী। চলতি বছরের ১০ জানুয়ারি তারা ঘোষণা দেন, তাদের ঘরে সন্তান আসছে। এরপরই হাতে থাকা সব কাজ দ্রুত শেষ করে সাময়িক বিরতিতে যান নায়িকা।

নবজাতককে বরণ করতে আয়োজনের কমতি রাখেননি ঢালিউডের রোমান্টিক এই দম্পতি। সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছেন। তারকা দম্পতির সন্তানের জন্য কেনা জিনিসপত্র দেখে নেটিজেনরা আগেই অনুমান করেছিল, ছেলের মা হচ্ছেন পরী। অবশেষে সেটিই সত্যি হয়েছে। রাজ-পরীর ঘরে রাজ্যই এসেছে।


Copy

Related Articles

Back to top button