গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন নারী

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ত্রিমোহনি রেল স্টেশন সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, লাইলী বেগম রেললাইনের পাশে গরু বাঁধছিলেন। চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার আশঙ্কায় তিনি গরুটি সরানোর চেষ্টা করেন। এ সময় ট্রেনে কাটা পড়ে লাইলী ঘটনাস্থলে মারা যান, গরুটিও কাটা পড়ে।বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু বিষয়টি নিশ্চিত করেন
আরও পরুন= কুষ্টিয়ার কুমারখালী থানায় দায়ের করা ৫ বছরের শিশুকে ধর্ষণ মামলায় অভিযুক্ত আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।রবিবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।,
দণ্ডপ্রাপ্ত হানিফ দর্জি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এলাকায় আবু হানিফ ওরফে হানিফ দর্জির দোকানের সামনে শিশুটি গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেওয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করে। সেই সঙ্গে কাউকে কিছু না জানানোর জন্য ভয় দেখায়। পরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।,
এ ঘটনায় ওই দিনই শিশুর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ এনে চার্জশিট দাখিল করেন আদালতে।মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ২৮ আগস্ট ২০২২ রায়ের দিন ধার্য করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।,