বিনোদন

কান্নায় ভেঙে পড়েন মনির খান

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি গীতিকবি, পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। কিংবদন্তি এই গীতিকারের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন অনেক তারকা। হাসপাতালে ঢুকেই তিনি কান্নায় ভেঙে পড়েন। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরই দিতে পারছিলেন না এই গায়ক। তিনি গাজী মাজহারুল আনোয়ারের লেখা বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় মনির খানের অনেক গানই পেয়েছে জনপ্রিয়তা।

কান্নাজড়িত কণ্ঠে মনির খান বললেন, তিনি আমার পিতৃতূল্য। সবসময় বলতেন আমার দুই ছেলে। একজন উপল আরেকজন মনির খান। আমার সঙ্গে প্রতিদিন কথা হতো তাঁর। একদিন ফোনে কথা না হলেই বলতেন কি বাবা তোমার কি শরীর খারাপ? তার মতো একজন মানুষকে হারালাম। এটা অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, তাঁর আদর, স্নেহ, শাসন সব কিছু থেকেই আজ থেকে বঞ্চিত হব। তিনি তো আমাদের একটি প্রতিষ্ঠান। এমন একটি প্রতিষ্ঠান বাংলাদেশে আর আসবে কিনা তা বলা যায় না। আমাদের একটি সূর্য নিভে গেলো।

গাজী মাজহারুল আনোয়ারের জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, রচয়িতা, গীতিকার ও সুরকার। স্বাধীনতা ও দেশপ্রেম নিয়ে তিনি অসংখ্য শ্রোতাপ্রিয় গান লিখেছেন। তিনি ২০০২ সালে বাংলাদেশের একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। ২০ হাজারের বেশি গান রচনা করেছেন তিনি। বিবিসি বাংলা তৈরীকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান।

এ ছাড়া তার লেখা কালজয়ী গানগুলো হলো ‘জয় বাংলা, বাংলার জয়’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘একতারা তুই দেশের কথা বল রে এবার বল’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’ প্রভৃতি।

Related Articles

Back to top button