বিয়ের আগে স্ত্রী গর্ভবতী এ শুনে ছেলের মাথায় হাত ! ভিডিওটি মুহূর্তেই ভাইরাল

গর্ভকালীন বিভিন্ন সমস্যা পরিবার বা আপনজনের কাছ বলতে সংকোচ বোধ করে অনেক নারী। গর্ভকালীন অবস্থায় নারীরা নানা সমস্যায় পড়েন।
তা যদি হই আবার বিয়ের আগে।
‘কোনো কারসাজি নয়, আমরা আমাদের জীবনের সেরা সময় যাপন করছি’। ওই গর্ভবতী নারী তার সন্তানের মা হবে উল্লেখ করেন। এসময় তিনি বেবি বাম্প স্পর্শ করে দেখার ভিডিও দিয়েছেন।
মেয়ে এবং ছেলে এক বছরের জন্য লিভ-ইন সম্পর্কে জড়ায়। মেয়েটি এই সময়ের মধ্যে গর্ভধারণ করে ,সামাজিক লজ্জার ভয়ে-মা অত্যাচার করে মেয়েকে ওই তরুণী বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সামাজিক সম্মান বাঁচাতেই তাঁর মা এমন কাণ্ড করেছেন বলে জানিয়েছেন ।
বারবার জিজ্ঞেস করাতেও কার সঙ্গে সম্পর্ক বলেনি। পরের দিন গর্ভপাত করানোর জন্য মেয়েকে একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় ।পরে তার শাশুড়ি মা জানতে পারেন তার ছেলের সাথে এই শারীরিক সম্পর্কে জরিয়েছেন ।
ভিডিওটি দেখতে একানে ক্লিক করুন