বাংলাদেশে প্রবেশের অনুমতি পেলেন না নোরা ফাতেহি

এবার একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি না দেওয়ায় ঢাকা আসছেন না তিনি।
একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ঢাকা আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নোরা ফাতেহিকে অনুমতি না দেওয়ায় ঢাকা আসছেন না এই তারকা।
এ বিষয়ে অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূইয়া জানান, ডলারের সংকটের কারণে বিদেশি শিল্পীদের আনা বন্ধ রেখেছে সংস্কৃতি মন্ত্রণালয়। যদি অনুমতি দেওয়া হয়, তাহলে হয়তো আগামী বছরের জানুয়ারিতে তিনি বাংলাদেশে আসবেন।
এদিকে বলিউডের একাধিক জনপ্রিয় গানে পারফর্ম করে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন নোরা ফাতেহি। দিলবার, সাকি সাকি’র মতো গানে পারফর্ম করা ছাড়াও তাকে বাহুবলি: দ্য বিগিনিং, কিক: ২, শের, লোফার ও সত্যমেভ জয়তে’র মতো সিনেমাগুলোতে দেখা গেছে।
হিন্দির পাশাপাশি দক্ষিণী সিনেমায়ও জনপ্রিয়তা অর্জন করেছেন নোরা ফাতেহি। তেলেগু, মালয়ালাম ও তামিল চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়, বিভিন্ন শো’তে এবং মিউজিক ভিডিওতে পারফর্ম করে চলেছেন নোরা ফাতেহি।