যেভাবে গ্রে’ফতার হল গৃহকর্ত্রীকে বিবস্ত্র করে নি’র্যা’তনকারী সেই রেখা
ঠাকুরগাঁও থেকে ধ’রা পড়ল ভ’য়ংকর সেই গৃহকর্মী রেখা। বৃদ্ধা গৃহকর্ত্রীকে বিবস্ত্র করে নি’র্যা’তনের ঘটনার পরই ঢাকা ছেড়ে পালিয়ে ছিলেন ঠাকুরগাঁওয়ে। বুধবার (২০ জানুয়ারি) গভীর রাতে শাহ’জাহানপুর থা’না পু’লিশের একটি দল রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গি থা’নার সীমান্তবর্তী কাশিপুর এলাকা থেকে তাকে গ্রে’ফতার করে।
শাজাহানপুর থা’না পু’লিশ জানায়, ঘটনার পর প্রথমে ডেম’রায় আশ্রয় নেয় রেখা। পরে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে নিরাপদ আশ্রয়ের জন্য পালিয়ে যায় ঠাকুরগাঁওয়ে মামা’র বাসায়।
এদিকে চু’রি করা টাকার মধ্যে এক লাখেরও বেশি খরচ করে ফেলেছিলেন তিনি। উ’দ্ধার করা হয় ৬০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন।
রেখাকে আজই নিয়ে আসা হবে ঢাকায়। হাজির করা হবে আ’দালতে।
ঘটনার বিবরণে জানা যায়, ওই বৃদ্ধাকে ন’গ্ন করে চরম নি’র্যা’তন চালায় সেই গৃহকর্মী। সিসিটিভি ফুটেজে দেখা যায়, সোমবার (১৮ জানুয়ারি) সকাল সোয়া দশটা। প্রায় তিন বছর ধরে কিডনীসহ নানা সমস্যায় ভোগা বিলকিস বেগম শুয়ে ছিলেন বিছানায়। পরম যত্নে তার সেবা করছেন রেখা নামে গৃহকর্মী। কিন্তু পরম মমতার পেছনে যে কত ভ’য়ংকর পরিকল্পনা লুকিয়ে ছিল তা ভাবলে শিউরে উঠবে যে কেউ।